المدة الزمنية 3:46

তারগুত আল্পের জীবনি। কে এই তারগুত আল্প

بواسطة Usmaniyo Editz
446 مشاهدة
0
12
تم نشره في 2020/11/20

আসসালামু অলাইকুম বন্ধুরা। আমাদের ইউটিউব চ্যানেল এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলতে যাচ্ছি ইতিহাস এর এক সাহসী বীর যোদ্ধা তুরগুত আল্প বা তুরগুত গাজীকে নিয়ে। উসমানীয় সাম্রাজ্য গঠনে তুরগুত আল্প এর ভূমিকা ছিল অপরিসীম। সম্প্রতি জনপ্রিয় টিভি সিরিজ দিরিলিস আরতুগ্রুল দেখার মাধ্যমে মানুষের মধ্যে তুরগুত আল্পকে জানার আগ্রহ অনেক বেড়ে গেছে। সত্যিকার অর্থে কে ছিল তুরগুত আল্প ইতিহাসে তার অবদান ই বা কি? আমারা আজকে সেই বিষয়ে জানবো। তুরগুত আল্প ছিলেন আরতুগ্রুল গাজীর সবচেয়ে কাছের বন্ধু। ইতিহাস থেকে জানা যায় তার জীবন ছিল সবচেয়ে কষ্টের।তার জন্মসাল সঠিকভাবে জানা যায়নি তবে ধারণা করা হয় তিনি বারশো শতাব্দীর দিকে জন্মগ্রহণ করেছেন ।তিনি ছিলেন সুঠাম দেহী এবং সাহসী যোদ্ধা।তিনি কুড়াল চালনায় খুবই পারদর্শী ছিলেন। তুর্কী জাদুঘরে তার ব্যবহৃত কুড়াল সংরক্ষিত রয়েছে।তিনি ছিলেন আরতুগ্রুলের একনিষ্ঠ সমর্থক ও বিশ্বস্ত বন্ধু। তিনি শাসক আরতুগ্রুলের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতেন এবং সমর্থন করতেন ।আর্তুগুল গাজীর মৃত্যুর পর তিনি আর্তুগুল গাজীর ছেলে এবং উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমানকে সমর্থন করেন এবং সাম্রাজ্য গঠনে সহযোগিতা করেন। বারশো আটানব্বই থেকে বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে উসমান গাজী এই বীর সেনাকে ইনেগুলের প্রধান হিসেবে নিযুক্ত করেন ।কয়েকটি গ্রাম নিয়ে গঠিত এই অঞ্চলটি ওসমান তাকে দিয়েছিলেন এবং অঞ্চলটিকে তুরগুত-ইলি নাম দেওয়া হয় ।বুরসার অবরোধের সময় মিগাল গাজীর সাথে তুরগুট আল্প তেরোশো পচিশ সালে আট্রানোস ক্যাসেল বিজয়ে অংশ নিয়েছিল। যা বুরসা বিজয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।তিনি তেরোশো ছাব্বিশ সালে বুরসা বিজয়ের সময় ওরহান গাজীর সাথে ছিলেন ।তুরগুত ওসমান গাজীর মৃত্যুর পর তার ছেলে ওরহান গাজীকেও সমর্থন দেন। সুলেমান শাহ, আর্তুগুল গাজী, ওসমান গাজী এবং ওরহান গাজী এই ৪ পুরুষের সাথে সাম্রাজ্য প্রতিষ্ঠার লড়াইয়ে নিযুক্ত ছিলেন। তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল টিআরটি ওয়ান তে প্রচারিত টিভি সিরিজ দিরিলিস আরতুগ্রুল এ তারগুত আল্পকে তুর্কি অভিনেতা চেঞ্জিজ কোকুন চিত্রিত করেছেন।তেরোশো তেইশ খ্রিস্টাব্দে একশ পচিশ বছর বয়সে এই বীর যোদ্ধা ইনেগুলে মৃত্যুবরণ করেন তার সমাধিটি তুরস্কের আঙ্গেল, তুরগুট আল্প গ্রামের কবরস্থানে অবস্থিত। এরতুগ্রুল গাজীর মাজারের বাইরের কবরটি সম্মানের সমাধি। আজকে এ পযর্ন্তই। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।

الفئة

عرض المزيد

تعليقات - 0