المدة الزمنية 8:20

New Marma Short Film - NUYOI ( A tale of a hilly girl ) | 2021

بواسطة TONGSA
36 412 مشاهدة
0
1.9 K
تم نشره في 2021/07/05

The story is about a hilly girl who just completed her primary school & willing to continue her studies! Story: Ukya Thowaing Casts: Nu Ma Ching Mong Hla Ching Nu Yoi Ching Cinematography & Edit: Sing Mong Prue Produced & Presented by: TONGSA | 2021 To connect : tongsa.ukya@gmail.com To Stay: https://www.facebook.com/tongsa.official/ Please share the video with others so they can watch too! Subscribe our channel for more updates! Thanks for being with us! Cheers! গল্পঃ গ্রামে পিতৃহীন একটা মেয়ে গ্রামের নিকটস্থ প্রাথমিক স্কুল থেকে ক্লাস ফাইভ পাশ করেছে। সংসারে ২ভাই বোন আর মা। মা ও বড় ভাই নিরক্ষর ও জুমে কাজ করে। গ্রামে হাইস্কুল নেই, গ্রাম থেকে প্রায় ৯কিমি দূরে জুনিয়র হাই স্কুল। স্কুল দূর হওয়ায় এবং আর্থিক সংকটের কারণে তার মা তাকে হাইস্কুলে পড়াশুনা করাবেনা। কিন্তু ভালো রেজাল্ট করা মেধাবী মেয়েটি অনেক বড় স্বপ্ন দেখে এবং সেই লক্ষ্যে পড়াশুনা চালিয়ে যেতে চাই। এমনটা অবস্থা মা দুশ্চিন্তায় পড়ে যায়। এইদিকে স্বামীহীন সংসারে টানাপোড়া চলছে তারই মধ্যে মেয়ের পড়াশুনা চালিয়ে নেয়া প্রায় অসম্ভব। মেয়েকে ভর্তি করানো এবং গাড়ি করে প্রতিদিন যাতায়াতের খরচ যোগান দিতে হবে। কারণ পাহাড়ি এলাকার যানবাহন বলতে চান্দের গাড়ি ও সিএনজি এবং পাহাড়ি রাস্তায় ভাড়াও বেশি। ১০/১১ কিমি স্কুল আসা-যাওয়া করতে দেইলি ৬০-৮০ টাকা প্রয়োজন তা কিভাবে যোগাড় করবে এই নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। তার মধ্যে মেয়ে বাইনা ধরলো একটা সাইকেল কিনে দিতে। মেয়ে বলে কোনো রকম একটা সাইকেল কিনতে পারলে সাইকেল দিয়ে স্কুলে আসা যাওয়া করা যাবে তখন কোনো যাতায়াতের খরচ লাগবেনা আর ৪-৬হাজার টাকা দিয়ে চালানোর মত সাইকেল পাওয়া যাবে। পাহাড়ি রাস্তা উঁচুনিচু হলেও মোটামুটি ভালো। উঁচু রাস্তায় ঠেলে উঠানো যাবে। এভাবে মেয়েটি যুক্তি দেখিয়ে সাইকেল কিনে দেয়ার জন্য মাকে জ্বালাতন করে প্রায়। মা কোনো উপায় না দেখে ডিরেক্ট বলে দেয় যে সাইকেল কিনে দিতে পারবে না। মেয়েটি অনেক দুঃখে বাড়ি থেকে নেমে চলে যায় এবং একটি গাছের নিচে বসে আছে কি করবে উপায় খুজে পাচ্ছে না। হঠাৎ বড় ভাই এসে কাধে হাত রাখে, বড় তার ছোট বোনের স্বপ্ন পূরণ করতে আগ্রহী কারণ শিক্ষা ছাড়া কোনো উপায় নেই৷ সেও বাবা মৃত্যু হওয়ায় আর পড়াশুনা করতে পারেনি যদিও ইচ্ছে ছিল পড়াশুনা করার। তাই বড়ভাই সাইকেল কিনে দেয়ার জন্য কথা দেয়। বড়ভাই প্রতিদিন দিনমজুর কাজ করে টাকা জমায়। এভাবে এক মাস পর, একটা পুরান সাইকেল কিনে দেয় এবং সেই সাইকেলের করে ১০কিমি দূরত্ব হাইস্কুলে উচ্চশিক্ষা স্বপ্ন নিয়ে যাওয়া শুরু করে।

الفئة

عرض المزيد

تعليقات - 162