المدة الزمنية 1:2:27

LIVE ■ আপনার জিজ্ঞাসা পর্ব -13 (মামুনুল হক) 28-07-2020

بواسطة Khan Waz Media
1 061 مشاهدة
0
48
تم نشره في 2020/07/30

LIVE ■ আপনার জিজ্ঞাসা ? পর্ব -13 (মামুনুল হক) 28-07-2020 বিশেষ দ্রষ্টব্য : এই চ্যানেলে যে বিষয়গুলো আপলোড করা হয়.. {[এই চ্যানেলটিতে শুধুমাত্র আল্লামা মামুনুল হক সাহেবের ওয়াজ আলোচনা ফেসবুক লাইভ ভিডিওগুলো আপলোড করা হয় .......শুধুমাত্রই আল্লামা মামুনুল হক সাহেবের আপডেট এই চ্যানেলে আপলোড করা হয়}] তাই সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ...... এবং প্রতিটি ভিডিও এর নোটিফিকেশন পাওয়ার জন্য ** পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন....... #Live #mamunul_haque_live #Mamunul_haque_media ==+==আল্লামা মামুনুল হক সাহেবের অন্যান্য ভিডিও লিংক দেয়া হল==+== তারা ইসলামের শত্রু যারা 10-11-12 বিশ্ব ইজতেমা 2020 এর বিরোধিতা করে | আল্লামা মামুনুল হক সাহেব 2020 /watch/8J2hjqEOR9JOh আবারো হিজাব পরিধান করা নিষিদ্ধ করলেন হেডমাস্টার কঠিন হুশিয়ারি দিলেন আল্লামা মামুনুল হক সাহেব ||2020 /watch/gOoygVP7Oif7y বি বাড়িয়া মাদ্রাসায় কাদিয়ানীদের হামলায় অগ্নিঝরা হুংকার দিলেন আল্লামা মামুনুল হকের সাহেব || 2020 /watch/EKfbL56KwmiKb বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন স্বাধীনতার জন্য আল্লামা মামুনুল হক ডাক দিলেন স্বাধীনতা- রক্ষার জন্য /watch/cIlhw_3z2W-zh * যদি আমাদের ভিডিওটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করবে #Mamunul_haque_media #mamunul_haque আল্লামা মামুনুল হক সাহেবের পরিচয়........ মুহাদ্দিস, জামিয়া রাহমানিয়া আরাবিয়া চেয়ারম্যান, তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশন সভাপতি, বাংলাদেশ খেলাফত যুব মজলিস........ পৃথিবীর বুকে জন্ম নেওয়া প্রতিটি পুত্রের মাঝেই তার বাবার কিছু স্বভাব চরিত্র মিশে থাকে। কেউ সেটাকে আঁকড়ে রাখে আবার কেউ অবহেলায় হারিয়ে ফেলে! আল্লামা মামুনুল হক হলেন আঁকড়ে রাখা মানুষগুলোর একজন। এই মানুষটির বুকে প্রতিনিয়ত ভালোবাসা আর সাহস নিয়ে লালিত হয় পিতার রেখে যাওয়া স্বপ্ন! বারবার মনে করিয়ে দেয় তিনি একজন শাইখুল হাদীস ইবনে শাইখুল হাদীস। স্মৃতির পাতায় ভেসে উঠে আল্লামা আজিজুল হক (রহঃ) এর কাছ থেকে পাওয়া আকাবিরদের হীরের টুকরো চেয়েও মূল্যবান বাণী আর ইতিহাস। কখনো কোন কাজে পিছুপা হওয়ার কথা মাথায় আসতেই মনে পড়ে যায় আমি এক আপোষহীন বীরের সন্তান। কোন অন্যায় রুখে দেওয়ার অনুপ্রেরণা মিলে বাবার রেখে যাওয়া কথাগুলো থেকে। তাই তো এই সমাজে যখন একজন মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মুখ খোলার সাহস মাত্র পায়না তখন তিনি গর্জে উঠেন সিংহের মত! হাজারো কালো শক্তির অগ্নি চক্ষুকে উপেক্ষা করে জিহাদী তামান্না বুকে নিয়ে বলে উঠেন হে যুবক! ফের চল যুদ্ধের ময়দানে! পুত্রের মুখ থেকে হুকার আসে বাবার মত! তার প্রতিটি হুকারের পর হাজারো মানুষের হৃদয় থেকে বের হয়ে আসে আল্লাহু আকবরের আকাশ বাতাস কাঁপানো ধ্বনি। ভয়ে থরথর করে কেঁপে উঠে নাস্তিক মুরতাদের মসনদ! তার হুংকারে ঘুমন্ত মানুষ নামধারী জানোয়ারদের কলিজায় কম্পন সৃষ্টি হয়! তার মুখে উঠে আসে এই সমাজের আড়ালে হওয়া সব অজানা তথ্য। তিনি তো আপোষহীন বীরের আপোষহীন সন্তান। পরিস্কার ভাষায় জানিয়ে দেন আমাদের হৃদয়ে জমে থাকা কথাগুলো। তিনি শুধুই একজন মামুনুল হক না! তিনি হলেন বাংলাদেশ সহ বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয় সিংহাসনের মুকুটহীন রাজা। যার একটি মাত্র হুংকারে জেগে উঠে আমাদের ঘুমন্ত হৃদয়। ঈমান হয়ে উঠে তাজা। জিহাদ জিহাদ ধ্বনিতে হৃদয় শহর উত্তাল হয়ে উঠে। যেনে রাখা ভালো! “মামুনুল হক হাজারটা হয়না! একজনই হয়”। আজ দুঃখ আর পরিতাপের সাথে বলতে হয় যে, এই সমাজের কিছু নামধারী মানুষ উনার যোগ্যতা নিয়ে সমালোচনা করে! কেউ আবার উচিৎ কথা বলার দায়ে সে কথা নিজেদের গায়ে টেনে লাফালাফি করে! উনাদের একটি কথা ভালো করে মনে রাখা উচিৎ যে, বাঘের ঘর থেকে বাঘ জন্ম নেয়! ছাগলের বাচ্চা না! যারা বলে উনি উনার বাবার পরিচয়ে আজ বাংলার মানুষের মুকুটহীন রাজপুত্র তাদের বলছি! তর তর করে বেড়ে উঠা গাছটা কালবৈশাখী ঝড়ে ভেঙ্গে পড়ে যায়! মামুনুল হক যদি এমনি হতো তবে আরো আগেই ভেঙ্গে পড়ে যেতো। তাহলে আর দুইযুগ যাবৎ ময়দানে থাকা হতোনা উনার। যারা উনার যোগ্যতা সম্পর্কে প্রশ্ন করেন! তাদের বলার মত কিছুই নাই! শুধু বলবো! আল্লামা মামুনুল হকের মত যোগ্যতা সম্পূর্ন আলেম এই যুগে হাতে গুনে কয়েকটা পাবেন হয়তো। কিন্তু আপনারা যারা হযরতের যোগ্যতা নিয়ে টানাটানি করে ছাগলের তিন নাম্বার বাচ্চা নামক খ্যাতি অর্জন করেছেন তাদের আমি প্রায়ই তৃতীয় ঈদে শিন্নীর ডেগের পিছনে দৌড়াদৌড়ি আর ওয়াজ মাহফিলের নামে মিলাদ পড়ে মিষ্টি নিয়া মারামারি করতে দেখেছি। তাই আর আপনাদের যোগ্যতা নিয়ে ফের প্রশ্ন রেখে বলতে চাইনা আপনাদের আসল রুপ আর যোগ্যতাগুলো!!! কথায় আছে “খালি কলস নড়ে বেশী”! সুতরাং কাউকে না জেনে তার যোগ্যতা নিয়ে কথা বলা মানে মানুষ হয়েও ছাগলের পরিচয় দেওয়ার নামান্তর! অবশেষে! যদি পারেন আরেকটা মামুনুল হক তৈরি করে দেখান! আমি বিনিময়ে আপনাকে হাজারটা শিন্নীর ডেগ আর গোবর মার্কা বুদ্ধিজীবী দিবো! Related Tage ................ Mamunul Haque Media, mamunul haque media, MMD, allama mamunul haque 2020, allama mamunul hok, allama mamunul haque 2019, allama mamunul haque new waz 2020, mamunul haque new waz, mamunul haque new waz 2020, মামুনুল হক সাহেবের নতুন ওয়াজ, মামুনুল হক সাহেবের নতুন ওয়াজ 2020, আল্লামা মামুনুল হক সাহেবের নতুন ওয়াজ 2020, আল্লামা মামুনুল হক সাহেবের নতুন বয়ান,

الفئة

عرض المزيد

تعليقات - 1