المدة الزمنية 2:3:10

ঘূর্ণিঝড় মোখা এখন কোথায় লাইভ অবস্থান | Where is the cyclone Mocha now Live location

بواسطة Product Review
20 227 مشاهدة
0
155
تم نشره في 2023/05/13

ভারতের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আপডেট অনুসারে, মৌচা পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর একটি অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং আজ সকাল 2:30 টায় (স্থানীয় সময়) কক্সবাজার থেকে 760 কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে ছিল। এটি উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং আরও ঘনীভূত হতে পারে এবং 14 মে (আগামীকাল) বিকেলের দিকে কক্সবাজার এবং মায়ানমারের কিয়াউকপিউয়ের মধ্যে বাংলাদেশ ও মায়ানমার উপকূল অতিক্রম করতে পারে এবং এটি একটি অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড় হিসাবে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 150-160 কিলোমিটার বাতাসের গতিবেগ বৃদ্ধি পাচ্ছে। প্রতি ঘন্টায় 175 কিমি, আইএমডির বরাত দিয়ে আমাদের নয়া দিল্লির সংবাদদাতা জানিয়েছেন। মোচা জ্যোতির্বিজ্ঞানের জোয়ারের উপরে 2.5-3.0 মিটার উচ্চতার সাথে জোয়ারভাটা শুরু করতে পারে যা ল্যান্ডফলের সময় দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর মায়ানমারের নিচু এলাকাগুলিকে প্লাবিত করতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজার, চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

الفئة

عرض المزيد

تعليقات - 1