المدة الزمنية 18:29

টাকা জাদুঘর, ঢাকা | Taka Museum | Taka Jadughor | এক লক্ষ টাকার নোটের উপর থাকবে নিজের ছবি

1 825 مشاهدة
0
42
تم نشره في 2019/09/15

নিজের ছবি দিয়ে এক লক্ষ টাকার নোট ছাপানো যাবে টাকা জাদুঘরে!! বিনামূল্যে ঢাকার মিরপুরে জাদুঘরটি থেকে ঘুরে আসতে পারেন । বিশ্বের প্রায় ২০০ টি দেশের কাগজের নোট আর মুদ্রা আছে এখানে। ভারতীয় উপমহাদেশে মুদ্রা বিবর্তনের ইতিহাসকে ধারণ করে আছে জাদুঘরটি। খ্রিস্টপূর্ব সময়কাল থেকে শুরু করে দিল্লি ও বাংলার সুলতানি আমলের মুদ্রা, মোঘল আর ব্রিটিশ শাসকদের মুদ্রা, পাকিস্তানী শাসনের সময়ের মুদ্রা রয়েছে এখানে। দেখা যাবে স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রাও । আরো আছে বিলুপ্ত দেশের কাগজের নোট। দেখা যাবে বিভিন্ন উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের তৈরিকৃত স্মারক মুদ্রা। এসব স্মারক মুদ্রা কেনার সুযোগ রয়েছে জাদুঘরের স্যুভেনির শপ থেকে। মজার বিষয় হলো, টাকা জাদুঘরে টাকা গাছে ধরে ! আচ্ছা, কেমন হবে যদি কাগজের নোটে নিজের ছবি থাকে? আর সেটা যদি হয় এক লক্ষ টাকার নোট!! এমন মজার সুযোগটি তৈরী করে দিচ্ছে টাকা জাদুঘর। টাকা জাদুঘর নিয়ে আরো জানতে https://letsexplorearound.com/� ��াকা-জাদুঘর-টাকার-গাছ-taka-jadughor-money-museu/ -------------------------------------------------------------------------------------------- Taka Museum or Taka Jadughor is the only money museum in Bangladesh located in Mirpur, Dhaka. There is huge collection or old and new currency from all over the world. On this video you will find all the information about how to go there and what to expect. We only documented a few things but the museum actually have very large collection of materials. Hope you will like the video. -------------------------------------------------------------------------------------------- Connect with Us https://letsexplorearound.com/ https://www.facebook.com/letsexplorearound/ https://www.instagram.com/lets.explore.around/ https://twitter.com/_explore_around

الفئة

عرض المزيد

تعليقات - 9